ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাপা নিষিদ্ধের দাবিতে এক মঞ্চে ৩০ দলের নেতারা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ২১:৫৩:০১
জাপা নিষিদ্ধের দাবিতে এক মঞ্চে ৩০ দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদবিরোধী অন্তত ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

শুক্রবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি করেন— আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল শেখ হাসিনার স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। এখনো জাতীয় পার্টি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বক্তারা দায়ীদের বিচার দাবি করেন। সমাবেশ থেকে বলা হয়, জাপা ও ১৪ দলের নিবন্ধন বাতিল করে রাজনীতি থেকে তাদের সরিয়ে দিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।

সমাবেশ বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে যোগ দেন। পরে ভিন্নমতের হলেও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দলের নেতারা একই মঞ্চে বসে ঐক্য মজবুত করার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, “স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হলেও তার দোসররা এখনো বিভিন্ন পর্যায়ে সক্রিয়। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তাদের সরাতে হবে।” তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড; জাপাকে ভর করে তাকে ফেরানো যাবে না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নুরের ওপর হামলা কেবল একজন নেতার ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত। জাতীয় পার্টি ও ১৪ দলকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও তার সহযোগীদের মুক্ত বাংলাদেশ চায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুর হাসপাতালে কাতরাচ্ছেন, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করা হবে। আমরা জাপাকে রাজনীতি করতে দেব না।”

এছাড়া ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, লেবার পার্টি, জেএসডি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাগপা, নেজামে ইসলাম পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও আরও বহু রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তব্য দেন। বক্তারা নুরের ওপর হামলার নিন্দা জানান এবং জাতীয় পার্টি নিষিদ্ধসহ গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে