ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরে আটকা পড়লেন সাবেক এমপির ভাই

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:৩৫:২৩
বিমানবন্দরে আটকা পড়লেন সাবেক এমপির ভাই

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল কাদের সিদ্দিকীর ভাই, টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।

শুক্রবার সকাল ১০টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন আজাদ সিদ্দিকী। তবে ইমিগ্রেশন পর্যায়ে তার বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে ফেরত পাঠানো হয়।

আজাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, তার বড় ভাই সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে গত সপ্তাহে ‘মঞ্চ-৭১’ নামের একটি প্ল্যাটফর্মের গোলটেবিল বৈঠক থেকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে