ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

অভিনেতা অঙ্কুশ হাজরাকে আটক করলো পুলিশ!

২০২৫ আগস্ট ২৫ ১২:০৫:৫৫
অভিনেতা অঙ্কুশ হাজরাকে আটক করলো পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে টেলিভিশনের লাইভ মঞ্চ থেকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল! চাঞ্চল্য ছড়াল অনুষ্ঠানের দর্শক-দর্শনার্থীদের মধ্যে। অভিযোগ—অভিনয়ের আড়ালে তিনি নাকি জড়িত চোরাচালান চক্রে! এমনই এক দৃশ্য দেখা গেল সম্প্রতি জি বাংলা-র একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে।

তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো ঘটনাটিই ছিল একটি স্ক্রিপ্টেড নাটকীয় চমক, যা তৈরি করা হয়েছিল দর্শকদের বিনোদনের জন্য।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, তার প্রেমিকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানের একপর্যায়ে ঐন্দ্রিলা মজা করে অঙ্কুশের চোখ বেঁধে দেন। রসিকতা করে অঙ্কুশ বলেন,“আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন কিন্তু বলবে না আমার দোষ!”

এর কিছুক্ষণ পরই মঞ্চে প্রবেশ করেন পুলিশ সেজে আসা ইনস্পেক্টর রতন থুড়ি (অভিনয় করছেন সায়ন ঘোষ)। অভিযোগ তোলেন—অঙ্কুশ ‘মানকচু পাচারের’ সঙ্গে জড়িত! এরপর এক নাটকীয় মুহূর্তে সহকর্মীদের নিয়ে তিনি অঙ্কুশকে মঞ্চ থেকে চ্যাংদোলা করে নিয়ে যান।

মজার এই ‘চোর-পুলিশ’ খেলাটি চলছিল হাস্যরসের মধ্যেই। কিন্তু হঠাৎ করে অঙ্কুশ ক্ষুব্ধ হয়ে পড়েন। উপস্থিত সবার ধারণা, তিনি হয়তো সত্যিই রেগে গেছেন। মঞ্চে কিছুটা উত্তেজনাও সৃষ্টি হয়। তবে পরে বোঝা যায়—এটিও ছিল রাগের অভিনয়, দর্শকদের চমকে দেওয়ার কৌশল মাত্র।

এই পর্বটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, “অসাধারণ স্ক্রিপ্টেড সারপ্রাইজ”, আবার কেউ এটিকে “অতিরিক্ত নাটকীয়” বলে মন্তব্য করেছেন।

অঙ্কুশ হাজরার ভক্তদের জন্য রয়েছে আরেক চমক। আগামী পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। এখানে একেবারেই ভিন্ন এক লুকে দেখা যাবে তাকে—ভূমিকা এক খলনায়কের, চরিত্রের নাম ‘মুনির আলম’। প্রথম ঝলকেই ইতোমধ্যে উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে