ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

আপত্তিকর ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে অভিনেতা

২০২৫ আগস্ট ২২ ১৪:০২:৩৬
আপত্তিকর ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে অভিনেতা

নিজস্ব প্রতিবেদক: হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা স্বাধীন খসরু সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওতে তাকে এক নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা নেটিজেনদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অভিনেতার এই মন্তব্যকে অনেকে ‘অশালীন ও নারী বিদ্বেষমূলক’ বলে উল্লেখ করছেন। নাটক ও বিনোদন অঙ্গনের বহু পরিচিত মুখও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সুরকার প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যমে একটি পোস্টে নাম উল্লেখ না করেই স্বাধীন খসরুকে তীব্র ভাষায় সমালোচনা করেন। যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে সেটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওর নিচে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।হৃদয় নামের একজন মন্তব্য করেন:“ভাই, আপনি আমার অনেক পছন্দের মানুষ। এত বছর হুমায়ূন আহমেদের সাথে কাজ করে কি শিখলেন? শরীর দিয়ে না, মাথা দিয়ে চিন্তা করলেই বুঝতেন এটা কতটা অনুচিত।”

শরীফুল নামে আরেকজন লেখেন:“মানুষের নৈতিকতা ও মূল্যবোধ ধ্বংস হলে সে যা খুশি তাই বলে।”

শাকিল শেখ নামে একজন দীর্ঘ মন্তব্যে লেখেন:“হুমায়ূন আহমেদ তাঁর ‘সে আসে ধীরে’ বইটি আপনাকে উৎসর্গ করেছিলেন। মৃত্যুর কাছাকাছি সময়ে আপনি তাঁর পাশে ছিলেন। তিনি আপনার জন্য মমতা প্রকাশ করেছেন, সেই মমতা আজ কোথায় গেল?”তিনি আরও লেখেন, “আপনি ভিন্নমত পোষণ করুন, সমালোচনা করুন, কিন্তু সেটা যেন শালীনতার সীমানা অতিক্রম না করে।”

স্বাধীন খসরুর ভিডিওটি নিয়ে নাট্যজগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে এমন আচরণ অনেকের কাছেই অপ্রত্যাশিত ও হতাশাজনক বলে বিবেচিত হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে