ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কপাল পুড়ল যাদের

২০২৫ আগস্ট ২০ ১৫:৩২:১৫
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কপাল পুড়ল যাদের

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১,৬২৭ জন প্রার্থী নিয়োগে সুপারিশ পেলেও নীতিমালা লঙ্ঘনের কারণে ১২৫ জনের আবেদন বাতিল হয়েছে। তারা নিবন্ধন সনদ অনুযায়ী নির্ধারিত বিষয়, পদ বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আবেদন না করায় তাদের আবেদন বিবেচনায় নেয়নি এনটিআরসিএ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রধানরা টেলিটকের লিংকে প্রবেশ করে সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার পূর্বে তার শিক্ষাগত যোগ্যতা ও এনটিআরসিএর সুপারিশপত্র যাচাই করতে হবে শিক্ষক কমিটির মাধ্যমে। কোনো অসত্য তথ্য প্রমাণিত হলে সুপারিশ বাতিল হবে।

নিয়োগ সংক্রান্ত ভুল বা জটিলতায় এনটিআরসিএ দায়ী থাকবে না, বরং দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর বর্তাবে।

প্রার্থী যোগদান করলে ৭ দিনের মধ্যে "Joining Status"-এ ‘Yes’ এবং না করলে ‘No’ দিয়ে কারণ উল্লেখ করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, যেকোনো সময় কোনো কারণ ছাড়াই সুপারিশপত্র বাতিল করার অধিকার তাদের রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে