ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের জন্য নতুন সুখবর দিল কুয়েত

২০২৫ আগস্ট ০৫ ১৫:৪২:৫৯
বাংলাদেশিদের জন্য নতুন সুখবর দিল কুয়েত

নিজস্ব প্রতিবেদক: কুয়েতের ভিজিট ভিসা নীতিতে এসেছে বড় পরিবর্তন। দেশটি এখন থেকে ভিজিট ভিসার মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।

পূর্বে এ ভিসার মেয়াদ ছিল অল্প সময়ের জন্য সীমিত, যা দর্শনার্থীদের জন্য অনেকটা বাধার কারণ হয়ে দাঁড়াত। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে এখন একজন ভিজিটর নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে একটানা ১২ মাস কুয়েতে অবস্থান করতে পারবেন।

এই নিয়ম প্রযোজ্য হবে:

ভিজিট ভিসার ধরন অনুযায়ী (যেমন: পারিবারিক, পর্যটন, ব্যবসায়িক)

কুয়েতি কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে

নির্দিষ্ট কিছু প্রবেশনিয়ম ও স্পনসর সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ী

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ স্থানীয় সংবাদমাধ্যমে জানান,“আমরা কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও ব্যবসার কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এজন্য নতুন করে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, ভিসা ফি সংক্রান্ত বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভিজিট ভিসাধারীদের জন্য আগে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল।উদাহরণস্বরূপ, পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই ভ্রমণ করতে হতো।

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স-সহ অন্যান্য বিমান সংস্থাও এসব যাত্রী পরিবহন করতে পারবে।

বাংলাদেশি প্রবাসীদের জন্যও কুয়েতে এসেছে একটি বড় স্বস্তির খবর।বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’ চালু করা হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে:

নিয়োগদাতাদের প্রকৃততা যাচাই

কাজের চুক্তিপত্র, আবাসন, কর্মপরিবেশ সরেজমিনে মূল্যায়ন

যাচাই-বাছাই শেষে ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হচ্ছে

এই ব্যবস্থার ফলে বহু বাংলাদেশি কর্মী ইতোমধ্যে প্রতারনার হাত থেকে রক্ষা পাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে