ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিজির সঙ্গে বাকবিতণ্ডা: শোকজ পেয়ে যা করলেন চিকিৎসক

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:৫৮:৪৭
ডিজির সঙ্গে বাকবিতণ্ডা: শোকজ পেয়ে যা করলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া চিকিৎসক অবশেষে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে শোকজ নোটিশ পাওয়ার পর রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান।

হাসপাতাল পরিচালককে দেওয়া জবাবে চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ জানান, বয়স্ক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আচরণগত ভুল হয়েছে—এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি শোকজ পাওয়ার পরদিনই বেলা ১১টার দিকে তার জবাব দাখিল করেন।

শনিবার ডিজির সেমিনার উপলক্ষে হাসপাতাল পরিদর্শনের সময় ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে থাকা একটি টেবিলের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তখনই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ধনদেব বর্মণের সঙ্গে কথা কাটাকাটি হয়, যা উপস্থিতদের মাঝেও বিস্ময় তৈরি করে। ঘটনার পরপরই অধঃস্তন কর্মকর্তার অসদাচরণের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশনা দেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শোকজের পাশাপাশি তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এখন এই চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা বা কোনও দাফতরিক সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ওপর।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে