ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংকে কোটি টাকার হিসাবের সংখ্যা বেড়েই চলেছে

২০২৫ ডিসেম্বর ০৭ ২০:৫০:০৮
ব্যাংকে কোটি টাকার হিসাবের সংখ্যা বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে কোটি টাকার আমানতকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলমান মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপের মধ্যেও বড় অঙ্কের সঞ্চয় বেড়ে যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, কোটি টাকা বা তার বেশি জমা রাখা হিসাবের সংখ্যা এক লাখ ২৮ হাজারের বেশি হয়েছে।

খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সাধারণ নাগরিকদের জন্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এখন ব্যয়ের চাপে। অনেকেই আগের সঞ্চয় ভেঙে সংসারের খরচ চালাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ছোট অঙ্কের আমানতের পরিমাণ কমছে। বিপরীতে বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের সংখ্যা এবং জমা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, কোটি টাকার বা তার বেশি জমা থাকা ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা তিন মাসের ব্যবধানে ১ লাখ ২৭ হাজার ৩৩৬ থেকে ১ লাখ ২৮ হাজার ৭০-এ বৃদ্ধি পেয়েছে। তবে এই সময়ে মোট জমা টাকার পরিমাণ কমে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকার থেকে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। অর্থাৎ তিন মাসে প্রায় ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ব্যাখ্যা করেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি নয়। ব্যাংকে একাধিক হিসাব হতে পারে, এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান যেকোনো সংখ্যা হিসাব রাখতে পারে। সরকারি প্রতিষ্ঠানও এ ধরনের হিসাবের অংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে কোটিপতি আমানতকারীর সংখ্যা ক্রমশ বেড়েছে। ১৯৭২ সালে পাঁচ জন, ১৯৭৫ সালে ৪৭ জন, ১৯৮০ সালে ৯৮ জন, ১৯৯০ সালে ৯৪৩ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২ জন, ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩ জন। এরপর ২০২০ সালের ডিসেম্বর ৯৩ হাজার ৮৯০ জন থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেড়ে এক লাখ ২৮ হাজারে পৌঁছেছে।

এই প্রবণতা নির্দেশ করছে, দেশের অর্থনীতিতে সম্পদসংকুল শ্রেণি ব্যাংকিং খাতে আধিপত্য বজায় রেখেছে, যখন সাধারণ নাগরিকদের ছোট সঞ্চয় কমছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে