ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তিন মাস পর পেঁয়াজ আমদানি শুরু, বাজারে স্বস্তির হাওয়া

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:০৫:১৩
তিন মাস পর পেঁয়াজ আমদানি শুরু, বাজারে স্বস্তির হাওয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, যা স্থানীয় বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ভারত থেকে প্রথম চালান দেশে পৌঁছানোর পরপরই পাইকারি মোকামে দাম কমতে শুরু করে, আর তার প্রভাব ছড়িয়ে পড়ে খুচরা বাজারেও।

তিন মাস বন্ধ থাকার পর এদিন বিকেলে রকি এন্টারপ্রাইজের ৩০ টন পেঁয়াজের চালান হিলি বন্দরে প্রবেশ করে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই বাজারে স্বস্তির হাওয়া বইতে শুরু করে।

মোকামের ব্যবসায়ীরা বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি বাজারে স্বস্তি এনেছে। দাম কমায় ক্রেতাদেরও চাপ কমেছে। স্থানীয় শুকনা পেঁয়াজের দাম প্রতি কেজি ১৩০ টাকা থেকে নেমে এসেছে ১০০ টাকায়। মুড়িকাটা পাতা পেঁয়াজও প্রতি কেজি ১০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আনতে পারবেন। তার দাবি, আইপি আরও উন্মুক্ত করা হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে