ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএমের সময় ও স্থান চূড়ান্ত করেছে কুইন সাউথ টেক্সটাইল

২০২৫ ডিসেম্বর ০৮ ১৪:০৬:৫৬
এজিএমের সময় ও স্থান চূড়ান্ত করেছে কুইন সাউথ টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড তাদের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছে। এবারও কোম্পানিটি হাইব্রিড পদ্ধতিতে সভার আয়োজন করছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:০০ টা।

এজিএমের ফিজিক্যাল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে: গণস্বাস্থ্য পি এইচ এ, ২২ মেইল, গণ বিশ্ববিদ্যালয় রোড, মির্জানগর, সাভার ক্যান্টনমেন্ট হয়ে, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪। একইসাথে সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও পরিচালিত হবে।

যেসব শেয়ারহোল্ডার সশরীরে উপস্থিত না থেকে অনলাইনে সভায় যোগ দিতে চান, তাদের জন্য একটি ভার্চুয়াল লিংক সরবরাহ করা হয়েছে। ভার্চুয়ালি অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডারদেরhttps://queensouth.bdvirtualagm.com এই লিংকে যুক্ত হতে হবে।

এর আগে গত ২৭ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরেসাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৩০ পয়সা। সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮২ পয়সা।

এই এজিএম-এ উল্লেখিত ডিভিডেন্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে