ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে অভ্যুত্থানের ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৭ ১৭:২৬:২৭
হঠাৎ রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে অভ্যুত্থানের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার বেনিন আবারও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। রোববার হঠাৎ করেই রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে একদল সশস্ত্র সৈন্য দেশটির ক্ষমতা দখলের ঘোষণা দেয়। তবে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের প্রশাসন দ্রুতই পাল্টা বার্তা দিয়ে জানায় সেনাদের একটি ছোট অংশের প্রচেষ্টা, যা নিয়ন্ত্রণে আনতে সরকারি বাহিনী ইতোমধ্যেই অভিযান চালাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সেনাবাহিনীর এই অভ্যুত্থান প্রচেষ্টা দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। গিনি-বিসাউয়ে গত মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর এটি ২০২০ সাল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকার নবম সামরিক ক্ষমতা দখলের ঘটনা।

রোববার সকালে অন্তত আটজন সৈন্য বেশিরভাগই মুখ ঢেকে ও হেলমেট পরে রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে ঘোষণা দেন, কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বে একটি সামরিক কমিটি বেনিনের সব ক্ষমতা গ্রহণ করেছে। তারা সংবিধান স্থগিত, জাতীয় সব প্রতিষ্ঠান বাতিল এবং আকাশ, স্থল, সমুদ্র তিন পথের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ার কথাও জানায়।

টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী বেনিনের জনগণকে “ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও কাজের মর্যাদার ওপর ভিত্তি করে একটি নতুন যুগ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

তবে সরকারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বাকারি বলেন, “এটি মাত্র একটি ছোট দলের অভ্যুত্থান প্রচেষ্টা। সেনাবাহিনীর বড় অংশ প্রেসিডেন্ট তালনের প্রতি অনুগত, আর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছি।” তিনি আরও জানান, বিদ্রোহীরা শুধু রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রটিই সাময়িকভাবে দখলে নিয়েছিল, যার সম্প্রচার পরে বন্ধ করে দেওয়া হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে