ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কেএইচবি সিকিউরিটিজের ঋণ সংক্রান্ত অনিয়ম তদন্তে বিএসইসি

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:২৪:২৫
কেএইচবি সিকিউরিটিজের ঋণ সংক্রান্ত অনিয়ম তদন্তে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কেএইচবি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ওঠা ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে।

শেয়ারবাজার তদারকি সংস্থাটির মুখপাত্র আবুল কালাম নিশ্চিত করেছেন যে, এই তদন্ত কমিটি ব্রোকারেজ হাউজটিতে কোনো ধরনের পরিচালনাগত অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে। তিনি আরও জানান, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে কমিশন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

জানা গেছে, ব্রোকারেজ হাউজটিতে এর আগে পরিচালিত এক পরিদর্শনে তাদের আর্থিক বিবরণীতে কিছু অসঙ্গতি ধরা পড়েছিল। এর ভিত্তিতেই বিএসইসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটি বিশেষভাবে পরীক্ষা করবে যে, কেএইচবি সিকিউরিটিজ লিমিটেডের কোনো অসুরক্ষিত ঋণ, অপ্রমাণিত বিনিয়োগ এবং করপোরেট নথি দাখিলের নিয়ম লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে কিনা। বিএসইসি কর্তৃক জারিকৃত তদন্তের আদেশ ইতিমধ্যে কেএইচবি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে কেএইচবি সিকিউরিটিজ কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ৮ কোটি টাকা (৮০ মিলিয়ন টাকা) অসুরক্ষিত ঋণ গ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এটি একটি বড় ধরনের আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকি লঙ্ঘনের শামিল।

উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে আইন লঙ্ঘনের জন্য ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ খুব কমই নেওয়া হতো। তবে, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত নতুন বিএসইসি গ্রাহকদের সমন্বিত হিসাবে ঘাটতি থাকা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্রোকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

বিএসইসি নির্দেশ দিয়েছে, গত ১৬ নভেম্বর আদেশ জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে