ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:৩৫:৪৮
আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি থাকার সময় নিকুঞ্জ-১ আবাসিক এলাকার সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১৮ নভেম্বর কমিশন আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

দুদক জানায়, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি সমন্বিত অনুসন্ধান দল গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) কে পুরো প্রক্রিয়ার তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত বিলাস ও সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জ-১ এলাকায় সৌন্দর্য বর্ধন প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ পর্যালোচনা শেষে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে একটি তিনতলা ডুপ্লেক্স বাড়ির মালিক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর তিনি ২০২৩ সালের এপ্রিলে পরিবারসহ এই বাড়িতে বসবাস শুরু করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে