ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘মাইনাস ফোর’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রুমিন ফারহানা

২০২৫ ডিসেম্বর ০৮ ১১:২১:২২
‘মাইনাস ফোর’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’—কোনো পরিকল্পনাই বাস্তবে কার্যকর করার সক্ষমতা কারও নেই। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, যেখান থেকে ‘মাইনাস টু’ শুরু হয়েছিল এবং পরে যা ‘মাইনাস ফোর’-এ রূপ নেয়—তা ছিল পুরোপুরি ব্যর্থ একটি প্রকল্প। বরং এই ধরনের উদ্যোগ রাজনৈতিক দলগুলোকে আরও সংগঠিত করেছে এবং রাজনীতিবিদদের প্রাসঙ্গিকতা সামনে এনে তাদের আরও শক্তিশালী করেছে। দুই দলের নেতাকর্মী ও সমর্থকরাও আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে ওয়ান-ইলেভেন একটি বড় দাগ হয়ে আছে। সে সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ‘মাইনাস’ করার চেষ্টা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত এর কোনো ফল আসেনি। বরং পরবর্তী সময়ে আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল এবং বিএনপিও বিরোধী দলে থেকেও নিজেদের রাজনৈতিক শক্তি ও গুরুত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে।

রুমিন বলেন, শেখ হাসিনা অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের কারণে দেশত্যাগে বাধ্য হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ‘দ্বিতীয় সারির নেতৃত্ব’ নিয়ে তিনি অস্পষ্টতার কথা উল্লেখ করেন। তার ভাষায়, কখনো বলা হয় জয়, কখনো পুতুল, আবার কখনো ববি—কিন্তু প্রকৃত দ্বিতীয় নেতৃত্ব কারা, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন,চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকলেও এখনও দলের প্রধান নেতৃত্বের প্রতীক।আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনমুখী রাজনীতিতে যুক্ত হতে নির্বাচনের আগেই দেশে ফিরবেন—এমনটাই তিনি নিজেই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন।

রুমিন ফারহানা পুনরায় উল্লেখ করেন, এসব বাস্তবতা প্রমাণ করে যে—‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’—কোনোটিই কার্যকর করার সক্ষমতা কারও নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে