ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পদোন্নতি নিয়ে দুঃসংবাদ: আইনি জটিলতায় হাজারো শিক্ষক বিপাকে

২০২৫ ডিসেম্বর ০৮ ১১:৪৫:২৮
পদোন্নতি নিয়ে দুঃসংবাদ: আইনি জটিলতায় হাজারো শিক্ষক বিপাকে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নেই। ফলে ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “মামলার কারণে পদোন্নতি কার্যকর করা সম্ভব হচ্ছে না। মামলাটি নিষ্পত্তি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। নিষ্পত্তি হলে অনেক সমস্যা সমাধান হবে।”

তিনি রবিবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে উপদেষ্টা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি স্কুলের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিস কক্ষ পরীক্ষা করেছেন। এছাড়া কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও সৈকতও ঘুরে দেখেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কুতুবদিয়ার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট চোখে পড়েছে। নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া সহ প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন:প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা,ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা,কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া,কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসান,কুতুবদিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে