ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রায় ৬৩ লাখ শেয়ার বণ্টন সম্পন্ন করেছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৮ ১৩:৪৩:৫৬
প্রায় ৬৩ লাখ শেয়ার বণ্টন সম্পন্ন করেছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের প্রয়াত পরিচালক জনাব দীন মোহাম্মদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, প্রয়াত দীন মোহাম্মদের নামে থাকা ২০২৪ সালের স্টক ডিভিডেন্ড থেকে প্রাপ্ত মোট ৮০ লাখ ৩৬ হাজার ৬৩৮টি বোনাস শেয়ারের মধ্যে ৬২ লাখ ৭৮ হাজার ৬২৩ টি শেয়ার সফলভাবে বণ্টন করা হয়েছে।

এই শেয়ারগুলো প্রয়াত পরিচালকের তিন উত্তরাধিকারীর মধ্যে বণ্টন করা হয়েছে। তারা হলেন: মোছা. রোকসানা বেগম, জনাব মোহাম্মদ শোয়েব এবং মিসেস ইভানা ফাহমিদা মোহাম্মদ। গত ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে ডিএসই-তে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই বণ্টন সম্পন্ন হয়েছে।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ায়, সিটি ব্যাংকের শেয়ার কাঠামোতে অভ্যন্তরীণ পরিবর্তন এসেছে। এখন থেকে এই তিন উত্তরাধিকারী বণ্টনকৃত শেয়ারের মালিকানা পাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে গণ্য হবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে