ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খাদ্য খাতে বড় ধাক্কা, উদ্বেগজনক হারে বাড়ছে মূল্যস্ফীতি

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:২৯:৫৪
খাদ্য খাতে বড় ধাক্কা, উদ্বেগজনক হারে বাড়ছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের বাজারে স্বস্তির কোনো ইঙ্গিত নেই—বরং চলতি নভেম্বর মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি এখন দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা অক্টোবরের তুলনায় বেশি। সবজির ভরা মৌসুমে যেখানে দাম কমার প্রত্যাশা ছিল, সেখানে উল্টো খাদ্যপণ্যের দামই বাড়িয়ে দিয়েছে মূল্যস্ফীতির চাপ।

রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি এক মাসের ব্যবধানে আরও বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে পৌঁছেছে। গত অক্টোবর মাসে এই হার ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে বছরওয়ারি তুলনায় এই সূচকে কিছুটা স্বস্তি দেখা যায়, কারণ গত বছরের নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে নন-ফুড বা খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে দাম কিছুটা কমেছে। এই খাতে নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশ, যা অক্টোবরের ৯ দশমিক ১৩ শতাংশ থেকে সামান্য কম। গত বছরের একই সময় এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ।

বিবিএস জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের একই মাসে মূল্যস্ফীতি কম হলেও মাসওয়ারি ধারাবাহিক বৃদ্ধিই সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে