ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

যে কারণে কঠোর হচ্ছে বাংলাদেশিদের ভিসা শর্ত

২০২৫ আগস্ট ০২ ১১:১৯:৪৪
যে কারণে কঠোর হচ্ছে বাংলাদেশিদের ভিসা শর্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য অনেক দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে পর্যটন ভিসার ক্ষেত্রে নানা নতুন জটিলতার মুখে পড়তে হচ্ছে আবেদনকারীদের। কিছু দেশ ভিসা কার্যক্রম স্থগিত করেছে, আবার অনেক জায়গায় ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা দোষ দিয়েছেন ভুয়া ও মিথ্যা তথ্য দেওয়ার ক্ষেত্রে, যা এই সংকটের মূল কারণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ঘিরে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

ভারত, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, মিশর, তুরস্কসহ অনেক দেশে পর্যটন ভিসা দেওয়া বন্ধ। অন্যদিকে, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশে ভিসা প্রক্রিয়ায় দেরি ও প্রত্যাখ্যানের হার বেড়ে গেছে। শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও আবেদন বাড়লেও প্রত্যাখ্যান বেড়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভুয়া ডকুমেন্ট ব্যবহার বন্ধ করতে হবে। প্রযুক্তি ও নজরদারিতে এখন এসব ধরা পড়ে যাচ্ছে। দেশেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

বিশ্লেষকরা মনে করেন, শুধু কাগজপত্রের সমস্যা নয়, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশও ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও কৌশলী হতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে