ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে

২০২৫ জুলাই ৩০ ১৫:৪২:১৬
অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারের তাদের 'এক্সিট স্ট্র্যাটেজি' নিয়ে গভীরভাবে চিন্তা করার।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেবপ্রিয় বলেন,"বর্তমান অন্তর্বর্তী সরকারের যেসব নীতি ও সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, ভবিষ্যতের নির্বাচিত সরকার কতটুকু সেগুলোর বৈধতা দেবে—এ প্রশ্ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখনই তাদের এক্সিট পরিকল্পনা নিয়ে ভাবা উচিত।"

তিনি আরও বলেন,"সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যা না করলেই নয়, শুধু সেই পর্যায়ের সংস্কার করলেই হবে না—বরং দীর্ঘমেয়াদি কার্যকর সংস্কার দরকার, যেটা ভবিষ্যতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে।"

সেমিনারে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন,"বর্তমান সরকার নির্বাচনের সময় পিছিয়ে দিতে সংস্কারের আড়ালে সময়ক্ষেপণ করছে।"

তিনি বলেন,"একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির বিকল্প নেই। আগামী অক্টোবর মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।"

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে তিনি মত দেন,"এটা একটি ভালো ব্যবস্থা হলেও বর্তমান পরিস্থিতিতে সেটি সময়োপযোগী নয়।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে