ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও ভালো মানের প্রতিষ্ঠানের পিছুটান

২০২৫ জুলাই ১৬ ২১:৫৫:০৮
উত্থানের বাজারেও ভালো মানের প্রতিষ্ঠানের পিছুটান

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৬ জুলাই) শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৬৯ পয়েন্টে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতেও সেরা অনেক প্রতিষ্ঠানের পিছুটান দেখা গেছে। আজ দরপতন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৪টিই ছিল সেরা মানের বা ‘এ’ ক্যাটাগরির। একই তালিকায় ‘বি’ ক্যাটাগরির ৪টি প্রতিষ্ঠান ছিল। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান ৪টি হলো- রহিম টেক্সটাইল, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং তমিজউদ্দিন টেক্সটাইল।

৪ প্রতিষ্ঠানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রহিম টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৫.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫৮ টাকা ৩০ পয়সা থেকে ১৭০ টাকায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ডের। আজ ডিএসইতে ফান্ডটির ইউনিট ২০ পয়সা বা ৩.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সায়। এদিন ফান্ডটির ইউনিট দর ৫ টাকা থেকে ৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। আজ ডিএসইতে ফান্ডটির দর ২০ পয়সা বা ৩.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সায়। এদিন ফান্ডটির ইউনিট দর ৫ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পয়সায় উঠানামা করে।

তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৩.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৬ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ১০ পয়সা থেকে ১৩১ টাকায় উঠানামা করে।

‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- জিকিউ বলপেন, ড্যাফোডিল কম্পিউটার্স, বিডি অটোকার্স এবং স্টাইল ক্র্যাফট।

কোম্পানি ৪টির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে জিকিউ বলপেনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৫.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৯ টাকা ৮০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ৫০ পয়সা বা ৪.১৩ শতাংশ দর কমেছে ড্যাফোডিল কমিউটার্সের। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৫৮ টাকা ১০ পয়সা।

অন্য দুই কোম্পানির মধ্যে- বিডি অটোকার্সের ৪ টাকা বা ৩.৬০ শতাংশ এবং স্টাইল ক্র্যাফটের ২ টাকা ৫০ পয়সা বা ৩.৩১ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১০৭ টাকা ২০ পয়সা ও ৭৩ টাকায়।

তবে প্রতিষ্ঠানগুলোর দাম গত কয়েক দিন যাবত ঊর্ধ্বমুখী ছিল। আজ বড় উত্থানের বাজারে প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগকারীরা মুনাফ তুলেছেন। যে কারণে প্রতিষ্ঠানগুলোর দর আজ স্বাভাবিক ধারায় সংশোধন হয়েছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে