ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুন্নী সাহা ও স্বজনদের ৩১ ব্যাংক হিসাব ঘিরে তোলপাড়

২০২৫ জুলাই ১৭ ১০:১০:১৪
মুন্নী সাহা ও স্বজনদের ৩১ ব্যাংক হিসাব ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী কবির হোসেন, মা আপেল রানী সাহা ও ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক ইয়াছির আরাফাত।

ওই ৩১টি হিসাবের কয়েকটি এটিএন নিউজের ক্যামেরাপারসন তপন কুমার সাহা ও তাঁর মা আপেল রানী সাহা-এর সঙ্গে যৌথ মালিকানাধীন, যেখানে মুন্নী সাহাও আছেন অংশীদার হিসেবে। তপন কুমার সাহা মুন্নী সাহার ভাই।

এদিকে একই দিনে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

দুদকের তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ওই চার হিসাবে মোট জমা রয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে