ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

গায়েব হয়ে আবার ফিরে এল ‘নৌকা’! 

২০২৫ জুলাই ১৭ ১০:১২:৪৯
গায়েব হয়ে আবার ফিরে এল ‘নৌকা’! 

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ গতকাল বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে দলটির নিবন্ধনের তারিখ ও প্রতীকের নামও মুছে দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে রাতের মধ্যেই ওয়েবসাইটে প্রতীকসহ সংশ্লিষ্ট তথ্য পুনরায় দেখা গেছে।

বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ‘নৌকা প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে। তবে বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইটের সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে। এটি আর কেউ ব্যবহার করতে পারবে না।’

তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ ছিল না। কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীকটি সরানোর সিদ্ধান্ত নেয়।

সিনিয়র সচিব আরও জানান, জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা ও দলটির নাম ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে, কারণ তাদের নিবন্ধন পুনরায় চালু করা হয়েছে। তবে 'শাপলা' প্রতীক এখনও তপশিলে অন্তর্ভুক্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দিলেন?’

প্রসঙ্গত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ মে অন্তর্বর্তী সরকার দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

এ প্রেক্ষাপটে ১৩ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নৌকা প্রতীক তপশিল থেকে বাদ দেওয়ার দাবি জানায়। তারা লিখিত আবেদনেও ‘নিবন্ধন বাতিলের পরও প্রতীক তালিকায় নৌকা থাকার’ বিষয়টি নিয়ে আপত্তি তোলে।

পরে একই দিন সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘নিবন্ধন স্থগিত হলেও প্রতীক বাতিল হয় না। এটি সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে অন্য কারও জন্য বরাদ্দ হতে পারে। তপশিল থেকে এখনই এটি বাদ দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘শাপলা’ প্রতীকও এখনও ইসির তালিকায় যুক্ত হয়নি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে