ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

উত্তাল গোপালগঞ্জ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউর নিরবতা

২০২৫ জুলাই ১৬ ২৩:০০:১৩
উত্তাল গোপালগঞ্জ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউর নিরবতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এই সহিংস ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকার আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করেছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে: গোপালগঞ্জ সদর উপজেলার পোস্ট অফিস মোড়ের দীপ্ত সাহা, থানা পাড়ার রমজান কাজী ও সোহেল এবং আরপাড়ার ভেড়ার বাজারের ইমন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, নিহতরা গুলিবিদ্ধ ছিলেন এবং আহতদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার বিকেলে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপি নেতা-কর্মীরা সমাবেশের জন্য জড়ো হলে তাঁদের ওপর হামলা চালানো হয়। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের (বিসিএল) সদস্যরা এই হামলা চালায়। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। পরবর্তীতে ১৪৪ ধারাও জারি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালায়, মঞ্চের শব্দযন্ত্র ও চেয়ার ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলার আগে গোপালগঞ্জ সদর উপজেলায় ইউএনও এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে