ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

২০২৫ জুলাই ১৬ ২১:৪৮:০৪
মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (১৬ জুলাই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এসিআই, টেকনো ড্রাগস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি এবং ইন্ট্রাকো রিফুয়েলিং। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর দাঁড়িয়েছে ২২ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১১ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা। এদিন কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৪ টাকা ৮০ পয়সায়।

এরপর সর্বোচ্চ লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৪০ লাখ ৭৩ হাজার টাকা। এদিন কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৬ টাকা ১০ পয়সায়।

আজ ডিএসইতে টেকনো ড্রাগসের লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে