ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

চার কারণে কমছে বিদেশি বিনিয়োগ

২০২৫ জুলাই ১১ ১০:২০:২৩
চার কারণে কমছে বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শিল্প খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আশঙ্কাজনকভাবে কমে গেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, অনুকূল বিনিয়োগ পরিবেশের অভাব, উচ্চ সুদহার এবং করের চাপ—এই চারটি প্রধান কারণে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে এসেছে মাত্র ৯১ কোটি ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ কোটি ডলার কম। এর আগের অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এফডিআই ছিল ৩৩ কোটি ডলার, যা এবার নেমে এসেছে ২১ কোটিতে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন,“গত আট মাসে কোনো চীনা গার্মেন্টস বা স্পিনিং মিল বাংলাদেশে এসেছে—এমন নজির নেই। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খরচ বাড়ছে—এই বাস্তবতায় কেউ বিনিয়োগ করতে চায় না।”

অর্থনীতিবিদরাও এই উদ্বেগের সঙ্গে একমত। তাঁদের মতে রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং অর্থনৈতিক নীতির অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,“চলমান অস্থিরতা ব্যবসার স্বাভাবিক গতি ব্যাহত করেছে। যদিও সাময়িক স্থিতিশীলতা এসেছে, কিন্তু নতুন বিনিয়োগে কোনো অগ্রগতি নেই—দেশি বা বিদেশি, দুই ক্ষেত্রেই।”

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন,“পলিটিক্যাল আনসার্টেইনটি ফেব্রুয়ারির পর থেকে বাড়তে শুরু করেছে। এক্সচেঞ্জ রেট কিছুটা স্থিতিশীল হলেও মূল্যস্ফীতির চাপ রয়ে গেছে। এতে বিনিয়োগকারীরা দ্বিধায় পড়েছেন।”

তিনি আরও বলেন, শিল্প খাতে বিনিয়োগ না আসায় উৎপাদন কমেছে, বেকারত্ব বেড়েছে—যা দেশের যুবসমাজ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন,

রাজনৈতিক স্থিতিশীলতা

বিনিয়োগবান্ধব পরিবেশ

কর ও সুদহারের যৌক্তিক হার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ

অবকাঠামো উন্নয়ন

এই বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে শিল্প ও শ্রম—উভয় খাতেই দীর্ঘমেয়াদি ধস দেখা দিতে পারে।

বিশ্লেষকদের মতে, এখনই সময় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। নইলে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে