ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মিটফোর্ড হত্যাকাণ্ডে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ জুলাই ১২ ১০:২৯:১০
মিটফোর্ড হত্যাকাণ্ডে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বর্বর হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লিখেন,“কিসাসই এসব কসাইয়ের একমাত্র সমাধান।"

তিনি ব্যাখ্যা করেন,“কিসাস অর্থ হলো সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকারই হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলা হয়েছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকে গেলে উপলব্ধি করি।”

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেন, এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে আসবে।

তিনি বলেন,“প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে, আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যাবে। তখন এ ধরনের অপরাধ কখনোই কমবে না।”

৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তাকে হাসপাতালে ভেতরে মারধর করা হয়, পরে টেনে-হিঁচড়ে গেটের বাইরে এনে হত্যা করা হয়।

এই নির্মম ঘটনাকে ঘিরে দেশজুড়ে নিন্দা ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা ও ধর্মীয় নেতারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে