ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

মাত্র ৫০০ টাকা কিস্তিতে হজে যাওয়ার সুযোগ

২০২৫ জুলাই ০৯ ১২:০০:১৬
মাত্র ৫০০ টাকা কিস্তিতে হজে যাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও ওমরাহ পালনের স্বপ্ন পূরণে পরিকল্পিত সঞ্চয়ের সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটির মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট এবং মুদারাবা উমরাহ সেভিংস স্কিম—এই দুই স্কিমের মাধ্যমে গ্রাহকরা দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি নিয়ে সহজেই হজ ও ওমরাহ পালন করতে পারেন।

এই সঞ্চয় স্কিমগুলোতে ধাপে ধাপে অর্থ জমিয়ে গ্রাহকরা ভিসা, বিমান ভাড়া, আবাসন, খাবারসহ সব খরচের অগ্রিম প্রস্তুতি নিতে পারেন। ফলে হজ বা ওমরাহর সময় অর্থের জোগান নিয়ে বাড়তি চিন্তার প্রয়োজন পড়ে না।

হজ সেভিংস অ্যাকাউন্ট:

মেয়াদ: ১ থেকে ২৫ বছর পর্যন্ত

কিস্তির পরিমাণ: গ্রাহকের সামর্থ্য অনুযায়ী নির্ধারণযোগ্য

মুনাফা: মুদারাবা ভিত্তিতে সর্বোচ্চ হারে মুনাফা প্রদান

আগে হজে যেতে চাইলে: নির্ধারিত টাকার ঘাটতি পূরণ করে হজ সম্পন্ন করা যাবে

ওমরাহ সেভিংস স্কিম:

মেয়াদ: ১ থেকে ১২ বছর পর্যন্ত

কিস্তির পরিমাণ: মাসিক ভিত্তিতে

১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি নিজ নামে এবং অপ্রাপ্তবয়স্কদের পক্ষে অভিভাবক হিসাব খুলতে পারবেন

হিসাব খোলার প্রক্রিয়া:

ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে হিসাব খোলা যাবে

প্রয়োজনীয় কাগজপত্র: হিসাবধারী ও নমিনির সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপি

সেলফিন অ্যাপ ব্যবহার করেও সহজেই খোলা যাবে অ্যাকাউন্ট

কিস্তি পরিশোধ আরও সহজ:

নিজের সঞ্চয় হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি ট্রান্সফার করা যাবে

এছাড়া সেলফিন অ্যাপ ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমেও কিস্তি জমা দেওয়া সম্ভব

ইসলামী ব্যাংক জানিয়েছে, এই দুটি স্কিম কেবল সঞ্চয়ের নিরাপদ মাধ্যমই নয়, বরং গ্রাহকদের দীর্ঘদিনের ধর্মীয় স্বপ্নপূরণে সহায়ক একটি সেবামূলক উদ্যোগও বটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে