ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

রাষ্ট্রদূতের ফেসবুক পোস্টে ঘুম হারাম! 

২০২৫ জুলাই ১২ ১০:১৬:৪৬
রাষ্ট্রদূতের ফেসবুক পোস্টে ঘুম হারাম! 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে রাষ্ট্রদূত লেখেন, "মিটফোর্ডের সামনে সোহাগের থেঁতলে যাওয়া মস্তিষ্ক—ভাবতেই শিহরিত হই, কল্পনাতেও যা অসম্ভব। প্রার্থনা সোহাগের জন্য—শোক ও বেদনায়।"

তিনি এ হত্যাকাণ্ডকে গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে এক ভয়ানক নিদর্শন হিসেবে উল্লেখ করে অতীতের আন্দোলনে নিহত কয়েকজন ছাত্রনেতার স্মরণ করেন।

মুশফিকুল ফজল আনসারী লেখেন, “শহীদ ওয়াসিম, আবু সাঈদ, জনি, মুগ্ধ, ফাইয়াজ—তারা যেন গ্রিক পুরাণের ইকারুস; জানত, উড়লেই পুড়তে হবে—তবু উড়েছিল আমাদের জন্য, মুক্তির নেশায়।”

তিনি আরও উল্লেখ করেন, “ছাত্রদল নেতা জনির প্রিয়তমার প্রশ্ন আজও কানে বাজে— ‘একটা মানুষের বুকে আপনাদের কয়টা গুলি চালানো দরকার হয়েছিল?’ ”

রাষ্ট্রদূতের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে