ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

সরকারকে আবারো সময়সীমা মনে করিয়ে দিলেন হাসনাত

২০২৫ মে ২২ ১০:২১:১৫
সরকারকে আবারো সময়সীমা মনে করিয়ে দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই ঘোষণাপত্র’ স্মরণ করিয়ে দিয়েছেন।

বুধবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি লেখেন, "জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস।"

ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই ঘোষণাপত্র’ ছিল তরুণ প্রজন্মের অন্যতম প্রধান দাবি। যদিও ৯ মাস পার হয়ে গেছে, এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি।

গত ১০ মে সরকার জানিয়েছিল, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। সেই সময়সীমা অনুযায়ী এখন বাকি আছে মাত্র ২১ কর্মদিবস।

হাসনাত আবদুল্লাহ এই পোস্টের মাধ্যমে স্পষ্টভাবে সরকারকে প্রতিশ্রুত সময়সীমার কথা মনে করিয়ে দিয়েছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে