ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

লজ্জার সিরিজ হার বাংলাদেশের, ইতিহাস গড়ল আমিরাত

২০২৫ মে ২২ ০৫:৪৪:১০
লজ্জার সিরিজ হার বাংলাদেশের, ইতিহাস গড়ল আমিরাত

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত। শারজাহতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার কোনো সিরিজে টাইগারদের বিপক্ষে জয় তুলে নিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি।

তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচটি ছিল কার্যত ফাইনাল। সেখানে ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শরিফুল ইসলামের বলে ওয়াসিমকে হারালেও ছন্দ হারায়নি আমিরাত। আলিশান শাফারু ও মোহাম্মদ জোয়াইব গড়েন গুরুত্বপূর্ণ জুটি। জোয়াইব ২৯ রানে আউট হলেও আলিশান অর্ধশতক তুলে নিয়ে ব্যাট চালিয়ে যান। রাহুল চোপড়া ১৩ রানে বিদায় নিলেও আলিশানকে থামাতে ব্যর্থ ছিল বাংলাদেশের বোলাররা। শেষ দিকে আসিফ খানকে সঙ্গে নিয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন আলিশান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৭১ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দল। তবে শেষদিকে জাকের আল অনিকের ৩৪ বলে ৪১ রানের ইনিংস এবং হাসান মাহমুদ (১৫ বলে ২৬*) ও শরিফুল ইসলামের (৭ বলে ১৬) ঝড়ো ব্যাটিংয়ে দল ১৬২ রানে পৌঁছায়। শেষ ওভারে ওয়াসিমের বিরুদ্ধে আসে ২৬ রান, যেখানে ছিল দুটি ছয়, একটি চার এবং দুটি নো বল।

তানজিদ তামিম ছাড়া বাকিরা ছিলেন নিষ্প্রভ। তামিম খেলেন ১৮ বলে ৪০ রানের আক্রমণাত্মক ইনিংস। এই পরাজয়ের ফলে প্রথমবারের মতো কোনো সহযোগী সদস্য দলের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, যা দেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক দুঃখজনক মুহূর্ত হয়ে থাকল।

সিয়াম/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে