ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

আবারও কঠিন সময় পার করছেন মেসি

২০২৫ মে ১৯ ১০:৫৯:১৮
আবারও কঠিন সময় পার করছেন মেসি

নিজস্ব প্রতিবেদক: আবারও হারের স্বাদ পেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মেসির দল।

এ হারসহ সব প্রতিযোগিতা মিলে শেষ ৭ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফলে ইস্টার্ন কনফারেন্স টেবিলে তারা নেমে গেছে ছয় নম্বরে। উল্টো তাদের পেছনে ফেলেছে প্রতিপক্ষ অরল্যান্ডো।

ম্যাচে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছেন আর্জেন্টাইন মহাতারকা। পরাজয়ের পর অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন,"এখন বোঝা যাবে, আমরা কঠিন সময়েও সত্যিকারের একটি দল কি না। কারণ সব কিছু ভালো থাকলে সব সহজ মনে হয়।"

তিনি আরও বলেন,এই সময় একসঙ্গে থাকতে হবে, একতাবদ্ধ হয়ে এগোতে হবে। দল হয়ে খেললে একসঙ্গে ঘুরে দাঁড়ানো সম্ভব।"

ইন্টার মায়ামির হারের অন্যতম বড় কারণ ছিল দুর্বল রক্ষণভাগ এবং অগোছালো মিডফিল্ড। আক্রমণভাগেও ছিল না তেমন ধার। মেসি রেফারিং নিয়ে কিছুটা প্রশ্ন তুললেও তা ফলাফলের বড় কারণ ছিল না।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে