ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘ভাই চাইলে এড়িয়ে যেতে পারতেন’: উপদেষ্টা আসিফ

২০২৫ মে ১৫ ০৯:৩৯:০৯
‘ভাই চাইলে এড়িয়ে যেতে পারতেন’: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তাতে আমি হতাশ। ভাই চাইলে বলতে পারতেন—‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’—এবং বিষয়টি এড়িয়ে যেতে পারতেন।”

তিনি আরও লিখেন, “আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে সরকারে। দাপ্তরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত বহু বিষয় নিয়ে কাজ করতে হয়। তারপরও, ছাত্রদের যেকোনো সমস্যা, আন্দোলনের সমাধান বা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সমন্বয়কের ভূমিকায় কাজ করি এবং সমঝোতার পথ খুঁজি।”

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, “আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটি আমার অফিসিয়াল দায়িত্বের আওতাভুক্ত নয়। তবুও দায়বদ্ধতার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের একটি অংশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারেন। ঘটনার পরপরই তিনি বক্তব্য শেষ না করেই স্থানটি ত্যাগ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে