ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

সাকিব-শিশিরের বিচ্ছেদের সত্যতা

২০২৫ মে ০৭ ১৫:৪৩:০৩
সাকিব-শিশিরের বিচ্ছেদের সত্যতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য সম্পর্ক নিয়ে ফের সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। কিছু অনলাইন মিডিয়াও যাচাই না করেই বিচ্ছেদের খবর প্রকাশ করে।

তবে বাস্তবে এসব গুঞ্জনের কোনো সত্যতা নেই। বরং তারা যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাচ্ছেন ভালোভাবেই।

বুধবার (৭ মে) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশন না থাকলেও, ছবি থেকেই ভক্তরা বুঝে নিয়েছেন—দুজনের মধ্যে সম্পর্ক অটুট।

কমেন্টবক্সে শুভকামনায় ভরে যায়, অনেকে গুজব ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।

সাকিব-শিশিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাঁদের দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা নেই। এমনকি পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগেও একবার এমন গুজব উঠেছিল, যখন শিশির সাকিবের কিছু ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলেছিলেন। তখনও আলোচনার মুখে পড়েছিলেন তারা। পরে শিশির নিজেই ২০২৩ সালের ১৫ আগস্ট এক দীর্ঘ পোস্টে জানান, তাঁদের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন দেশে ফেরেননি সাকিব। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তান নিয়ে নির্ভার সময় কাটাচ্ছেন। যদিও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাননি, তবে মাঠে তাঁর ফেরার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে