ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

২৩৮ কোটি স্থানান্তর বিতর্কে ব্যাখ্যা দিলেন ফারুক

২০২৫ এপ্রিল ২৬ ১২:৩৭:৪৯
২৩৮ কোটি স্থানান্তর বিতর্কে ব্যাখ্যা দিলেন ফারুক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের বাজে পারফরম্যান্স, বিপিএল আয়োজনের দুর্বলতা ও বোর্ড পরিচালকদের সঙ্গে দূরত্ব এর মধ্যেই নতুন বিতর্কে জড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগ উঠেছে, ১৪টি ব্যাংকে মোট ২৩৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) স্থানান্তর করেছে বিসিবি। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনার ঝড় বইছে দেশের ক্রিকেট মহলে।

এর জবাবে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি দাবি করেছেন, এই স্থানান্তরের ফলে বিসিবির আর্থিক লাভই হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি হয়েছে স্বচ্ছ ও বোর্ড অনুমোদিতভাবে।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট থেকে বিসিবি ধাপে ধাপে ফিক্সড ডিপোজিটের টাকা স্থানান্তর করেছে। শুরুতে আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংক—যা বাংলাদেশ ব্যাংকের হলুদ তালিকাভুক্ত (yellow zone)—থেকে ১২ কোটি টাকা সরিয়ে নেয়া হয় মধুমতী ব্যাংকে, যেখান থেকে সুদের হার ছিল তুলনামূলক বেশি। দ্বিতীয় ধাপে আরও ১০ কোটি টাকা একই প্রক্রিয়ায় স্থানান্তর হয়।

ধাপে ধাপে হলুদ কিংবা ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত (red zone) ব্যাংকগুলো থেকে মোট ১৪টি ব্যাংকে স্থানান্তর করা হয় প্রায় ২৫০ কোটি টাকা।

নতুন এসব ব্যাংকে শুধু যে সুদের হার বেশি, তা-ই নয়—বিসিবি পেয়েছে স্পন্সরশিপও। জানা গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে যেমন ১২ কোটি টাকার স্পন্সর মিলেছে, তেমনি অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও ২৫ কোটি টাকার প্রতিশ্রুতিও পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে এক গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন,“২৩৮ কোটি টাকা। আমি কোথাও সাইন করি না। টাকাগুলো কোথায় গেল, এটা নিয়ে একটা নিউজ আসছে, কেউ কিছু জানে না এটাই তার উত্তর। এখানে সবগুলোই ২–৫% বেশি ইন্টারেস্ট রেটে দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “রেড জোন থেকে টাকা সরিয়ে গ্রিন ও ইয়োলো জোনের ব্যাংকে নিয়েছি। সবই বোর্ডের জ্ঞাতসারে হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়ায় যে বিসিবিপ্রধান একাই সিদ্ধান্ত নিয়ে টাকা সরিয়েছেন। তবে প্রতিবেদন অনুসারে, এই প্রক্রিয়ায় বোর্ডের ফাইন্যান্স কমিটির প্রধানসহ অন্তত একজন প্রভাবশালী পরিচালক সরাসরি যুক্ত ছিলেন।

জাতীয় দলের ব্যর্থতা, দর্শক অসন্তোষ, বিতর্কিত টিকিট বণ্টনসহ নানা ইস্যুতে ইতিমধ্যেই চাপের মুখে বিসিবি। এমন অবস্থায় ফান্ড স্থানান্তর নিয়ে তৈরি হওয়া বিতর্ক বোর্ডের ভাবমূর্তিতে নতুন চাপ সৃষ্টি করেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে