ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদিতে মাছ ধরার নিয়ম না জানায় বাংলাদেশির করুণ পরিণতি

২০২৫ জুলাই ১২ ১১:১৫:০৪
সৌদিতে মাছ ধরার নিয়ম না জানায় বাংলাদেশির করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। আসির অঞ্চলের আল-কাহমাহ উপকূল থেকে তাকে আটক করে উপকূলীয় নজরদারি ইউনিট।

সৌদি গ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, ওই বাংলাদেশি প্রবাসী সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। তার কাছ থেকে বিপুল পরিমাণে অবৈধভাবে শিকার করা মাছ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সকল প্রবাসী ও পর্যটককে দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলতে হবে এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তারা আরও জানিয়েছে, অনুমতি ছাড়া মাছ ধরা শুধু দণ্ডনীয় অপরাধই নয়, এতে আইনি জটিলতায় পড়লে বহিষ্কারের মুখেও পড়তে হতে পারে প্রবাসীদের। যদিও সরাসরি মাছ ধরার অপরাধে দেশে ফেরত পাঠানো হয় না, তবে আইন লঙ্ঘনের মাত্রা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সৌদি আরবে মাছ শিকার বা যেকোনো প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হলে সরকারি অনুমতি আবশ্যক। আইন লঙ্ঘন করলে শাস্তি এড়ানো কঠিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে