ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

সায়মা ওয়াজেদের ছুটি নিয়ে যা বললেন বিএনপি নেতা

২০২৫ জুলাই ১২ ১২:০২:১২
সায়মা ওয়াজেদের ছুটি নিয়ে যা বললেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান মন্তব্য করে বলেছেন, ‘‘এই ঘটনাটি বর্তমান ও ভবিষ্যৎ ক্ষমতাসীনদের জন্য বড় শিক্ষা হওয়া উচিত।’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক অভ্যন্তরীণ ইমেইলে জানানো হয়, গত শুক্রবার (১১ জুলাই) থেকে সায়মা ওয়াজেদ ছুটিতে গেছেন এবং তার স্থলে সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম ‘অফিসার ইন চার্জ’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ডব্লিউএইচও-তে আঞ্চলিক পরিচালক পদের জন্য জালিয়াতি করে একাডেমিক যোগ্যতা দেখানো, রাষ্ট্রীয় প্রভাব খাটানো, এমনকি দাতাদের কাছ থেকে ২.৮ মিলিয়ন ডলার সংগ্রহে অনিয়ম ঘটানোর। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মারুফ কামাল লেখেন,“ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থ ও যন্ত্রপাতি ব্যবহার করে, ভারতের সহায়তায় শেখ হাসিনা তার কন্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও জালিয়াতির মাধ্যমে প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। আজ সেই প্রভাব আর কাজে আসছে না।”

তিনি আরও বলেন,“এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে। যেকোনো শাসকের জন্য এটি স্পষ্ট বার্তা— ক্ষমতা চিরস্থায়ী নয়।”

২০২৪ সালের জানুয়ারিতে WHO-তে দায়িত্ব নেন পুতুল। তবে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তখন থেকেই উঠতে থাকে। ২০২৫ সালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে