ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রকে লজ্জা থেকে ‘মুক্তি’ দিলো বাংলাদেশ

২০২৫ জুলাই ০৩ ১১:২৩:৪০
যুক্তরাষ্ট্রকে লজ্জা থেকে ‘মুক্তি’ দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসে এমন ব্যাটিং ধস আর কয়টা দেখা গেছে? শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় প্রথম ওয়ানডেতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জার নতুন বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ! একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ‘লজ্জার তালিকার’ শীর্ষে জায়গা করে নিল টাইগাররা।

বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২৪৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৩৫.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। অথচ একসময় টাইগারদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০০! সেখান থেকে ১০৫ রানে ৮ উইকেট!

ক্রিকেট ইতিহাসে ১ উইকেট হারানোর পর এত কম রানে ৭ উইকেট হারানোর ঘটনা আর কখনো ঘটেনি। আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের, যারা ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট হারিয়েছিল। সেই রেকর্ড এখন বাংলাদেশের দখলে।

২০১৪, মিরপুর: ভারতের বিপক্ষে ১০৬ রানের টার্গেটে ৫০/৩ থেকে ৫৮ রানে অলআউট!

২০২৪, শারজাহ: আফগানিস্তানের বিপক্ষে ১১ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটিং ধসের জন্য ‘হঠাৎ চাপ ও ভুল সিদ্ধান্ত’-কে দায়ী করেছেন। তবে তিনি ঘুরে দাঁড়ানোর আশাবাদও জানিয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে