ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদত্যাগে চাঞ্চল্যকর অভিযোগ

২০২৫ জুলাই ১২ ১০:৫৯:৪৭
ছাত্রদলের সাধারণ সম্পাদক পদত্যাগে চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান শুক্রবার (১১ জুলাই) সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের অভ্যন্তরীন বিষয়ের নানা কষ্টজনক তথ্য প্রকাশ করেন।

লিসান লিখেন, ‘দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে পারিবারিক রাজনীতির সূত্র ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বিএনপির কঠিন সময়ে দলের পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমার স্বপ্ন ছিল নতুন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং উন্নত বাংলাদেশ গঠন।’

তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপর থেকেই সবাই ব্যক্তিগত স্বার্থ হাসিলের রাজনীতিতে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। লিসান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা ক্ষমতা ও অর্থের জন্য প্রতারণা করেছেন। বিএনপি, এনসিপি ও জামাত সবাই এতে দায়ী। আমার নিজ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের পুনর্বাসনের নামে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, যা আমি আগে কখনো দেখিনি।’

তিনি আরও বলেন, ‘এনসিপির নেতা হান্নান মাসুদও চাঁদাবাজি করে রাতারাতি সম্পদশালী হয়েছেন, অথচ তার মতো তরুণ নেতার রাজনীতিতে বড় অবদান থাকা উচিত ছিল।’ তিনি সৎ ও নিষ্ঠাবান কিছু নেতাকে সম্মান জানিয়ে বলেন, ‘আমরা যারা সুষ্ঠু রাজনীতির স্বপ্ন দেখেছি, তারা ব্যর্থ হয়েছি।’

লিসান ক্ষমা চেয়ে লেখেন, ‘আমি কখনো সজ্ঞানে কারো ক্ষতি করিনি। ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে যদি প্রকৃত স্বচ্ছ রাজনীতির ডাক আসে, আমি আবার সক্রিয় হব।’

এদিকে, এনসিপির হান্নান মাসুদ তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি কেউ কাছ থেকে চাঁদা নেই, কাউকে আমি নিয়ে মিথ্যাচার বন্ধ করি।’ তিনি লিসানকে সাক্ষাৎ করে বিষয়টি পরিষ্কার করার প্রস্তাব দেন।

লিসানের পদত্যাগ পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং হাজারো প্রতিক্রিয়া ও শেয়ার পাওয়া গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে