ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

রাজনীতির পর এবার সম্পর্ক নিয়েই হতাশ সাকিব

২০২৫ জুলাই ০৮ ১৬:৪৫:৫২
রাজনীতির পর এবার সম্পর্ক নিয়েই হতাশ সাকিব

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান এখন অনেকটাই জনচক্ষুর আড়ালে। সরকার পতনের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, দেশে ফেরা হয়নি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ক্রিকেটের বাইরে সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে—জীবনের এই পর্যায়ে এসে সাকিবের উপলব্ধি, "বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই"।

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থানীয় এক ক্রিকেট ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবন, সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব।তিনি বলেন,"এই জীবনে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যাকে আপনি নিঃশর্তভাবে বিশ্বাস করতে পারেন, একমাত্র সেই-ই আপনার সত্যিকারের বন্ধু। বাকি সব সম্পর্ক সময়, সুযোগ আর প্রয়োজনের ওপর দাঁড়িয়ে থাকে।"

এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সম্পর্কে সাকিব বলেন,তাদের সঙ্গে আমার ২৫ বছরের সম্পর্ক। অনূর্ধ্ব-১৯ থেকেই একসঙ্গে খেলেছি। ওরা আমার খুব ভালো বন্ধু।"

তবে সাকিব-তামিম দ্বন্দ্ব ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন নয়। একে অপরকে নিয়ে মিডিয়ায় বিভিন্ন সময় ভিন্নমত পোষণ করেছেন। তামিমের অসুস্থতায় সাকিবের শুভকামনা ও তাঁর পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যাওয়া—এটি তাদের সম্পর্কের মানবিক দিকও তুলে ধরে।

রাজনীতি ও অন্যান্য বিতর্ক নিয়ে সাকিব বলেন,"এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এগুলোর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকত, নিয়ন্ত্রণ করতাম। এখন শুধু সামনে এগিয়ে যাই।"

সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলা প্রসঙ্গে তিনি যোগ করেন,"আমি সোশ্যাল মিডিয়ার কমেন্ট পড়ি না। কেউ যদি খারাপ কিছু বলে, আমি জবাব দিই না। এতে জীবন অনেক সহজ হয়ে গেছে।"

স্মৃতিচারণ করতে গিয়ে সাকিব জানান,"ক্রিকেটের শুরুর দিকে আমি নিজের ব্যাটিং ও বোলিং বিশ্লেষণ করে ডায়েরিতে লিখে রাখতাম। এটা আমাকে আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করত।"

সবশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে। সামনে গায়ানায় গ্লোবাল টি–টোয়েন্টি লিগে এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামার কথা রয়েছে তাঁর।

সাকিবের জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার এখন এক নতুন মোড়ে। সময়ই বলে দেবে—এই পরিণত সাকিব কতটা পথ যেতে পারেন নতুন করে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে