ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’

২০২৫ এপ্রিল ১২ ২৩:৫০:৫৬
‘জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের শীঘ্রই তার কর্মকাণ্ডের জন্য প্রায়শ্চিত্ত করবেন বলে মন্তব্য করেছেন দলের আরেকাংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।

শনিবার (১২ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশব্যাপী দলের সব নেতাকর্মীকে দলের প্রতিষ্ঠাতা এরশাদের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে নেতৃত্বের দুর্বলতার কারণে দলের নেতাকর্মীদের মনোবলে চিড় ধরেছে এবং স্বঘোষিত চেয়ারম্যান জি এম কাদেরের স্বজনপ্রীতি, অর্থলিপ্সা, সংগঠন ও দেশের বিরুদ্ধে সিদ্ধান্তের কারণে দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

কাজী মো. মামুনুর রশিদ উল্লেখ করেন, এ কারণে কেন্দ্রীয়সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা দলের পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছেন।

তিনি অভিযোগ করেন, "জি এম কাদের দলের দায়িত্ব গ্রহণের পর নেতাদের অবমূল্যায়ন করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এবং তার সিদ্ধান্তের বাইরে গিয়ে ২৪-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করেছেন।"

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানিয়ে কাজী মামুন বলেন, "ইনশাআল্লাহ, অচিরেই জি এম কাদের তার কর্মকাণ্ডের জন্য প্রায়শ্চিত্ত করবেন। আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে দলকে সংগঠিত করে পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করব।"

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে