ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রতারণার নতুন ফাঁদ ’কল মার্জিং’

২০২৫ মার্চ ২৭ ১২:৩৩:৫৫
প্রতারণার নতুন ফাঁদ ’কল মার্জিং’

নিজস্ব প্রতিবেদক : কল মার্জিং প্রতারণার মাধ্যমে প্রতারকরা আপনার ব্যাংক এ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে তুলে নিতে পারে জমানো টাকা। এমনকি ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণার ঘটনাও ঘটতে পারে।

আপনি যতই সচেতন থাকুন না কেন, হ্যাকাররা প্রতারণার কোনো না কোনো পথ ঠিকই বের করে নিবে।

কল মার্জিং বলতে একাধিক কলকে একত্রিত করে কনফারেন্স করাকে বোঝায়। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, বন্ধুবান্ধব বা অফিশিয়াল কথাবার্তা ও আলোচনার জন্য ব্যবহৃত হয় কল মার্জিং।

তবে, অনেকেই এই প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণা করে আসছে। প্রথমে হ্যাকাররা আপনাকে বিভিন্ন সংস্থার অফার সম্পর্কে জানাতে ফোন দেয়। এরপর বলা হতে পারে কোম্পানির বড় কোনো কর্মকর্তার সাথে কনফারেন্সে কথা বলার জন্য। হ্যাকাররা বলবে কনফারেন্সের পারমিশন দিতে হলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেটি তাদেরকে শেয়ার করতে বলবে। আর এ কাজটি করলেই আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে তাদের কাছে।

প্রতারক নিজেকে ব্যাংক কর্মকর্তা, পুলিশ বা সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় ভুক্তভোগীকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এভাবে কথোপকথনের মাধ্যমে ওটিপি, ব্যাংক এ্যাকাউন্ট নম্বর ইত্যাদি তথ্য জেনে ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি করে।

আরিফ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে