ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ মার্চ ৩১ ০৯:২৭:২৭
জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস জাতীয় স্বার্থে বিদ্যমান ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।"

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যাঁরা আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাঁদের জন্য দোয়া করবেন। তিনি উল্লেখ করেন, তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। তিনি সকলের প্রতি আহ্বান জানান যেন তারা স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে কাজ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নিজেদের আত্মাহুতি দিয়েছেন, তাঁর স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করা হবে। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে