ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজার বন্ধ

২০২৫ মার্চ ২৭ ১০:৪৪:৫৬
২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। এই সময়ে সাপ্তাহিক ছুটি হিসেবে ৪ দিন অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া, ঈদের ছুটির পর আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টা থেকে শুরু হবে এবং দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা বলছেন, ঈদের পর স্টক এক্সচেঞ্জ দুটি শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করবে। কারণ শেয়ারবাজার সংস্কার কমিশন আইপিও তালিকাভুক্তির বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে।

এছাড়া, শেয়ারবাজার উন্নয়নে দুই স্টক এক্সচেঞ্জকে আর বেশি করে সম্পৃক্ত করার বিষয়েও সংস্কার কমিশন সুপারিশ করেছে। সে প্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জ দুটির ভূমিকা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে