ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

২০২৫ মার্চ ৩১ ১০:৫৭:৫১
দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৬ লাখের বেশি মুসল্লি অংশ নেন।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ও ঈদগাহ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ জামাতে দেশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা অংশ নেন।

বিশেষ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা

প্রায় এক কিলোমিটার দীর্ঘ সারি বেঁধে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।

শেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী, সিসিটিভির মাধ্যমে পুরো জামাত পর্যবেক্ষণ করা হয়।

মাঠজুড়ে সুবিশাল নামাজের কাতার তৈরি করা হয়, যাতে সবাই সহজেই নামাজে অংশ নিতে পারেন।

জামাত ও মোনাজাত

দিনাজপুরের বিশিষ্ট আলেম ওলামারা এই জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুরের বড় ঈদগাহ ময়দানকে দেশের বৃহত্তম ঈদ জামাতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে