ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঈদের দিন চুরির ঘটনা, চোরের ফোন কলে অবাক করা স্বীকারোক্তি

২০২৫ মার্চ ৩১ ২১:২২:০১
ঈদের দিন চুরির ঘটনা, চোরের ফোন কলে অবাক করা স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা ঈদের দিন সকালে এক চুরির ঘটনা জানার পর বিভ্রান্তিকর এক ফোন কল পান। সোমবার ভোরে দোকান মালিককে ফোন করে এক ব্যক্তি বলেছে, "প্রতিদিনই তো প্রায় দুই লাখ টাকা বেচাকেনা করেন, তাহলে ক্যাশ ড্রয়ারে টাকা এত কম রেখেছেন কেন? টাকা কম রেখেছেন, তাই কয়েক বস্তা ভরে মালামাল নিয়ে এসেছি।"

এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে ঈদের দিন আজ ভোরে। হরেন্দ্রনাথ সাহা জানান, সকালে হাঁটতে বের হওয়ার সময় তার স্ত্রী ফোনটি রিসিভ করেন। অপর প্রান্ত থেকে ফোন করা ব্যক্তি জানান, "আপনার ফার্মেসি চুরি করেছি।" প্রথমে এটি মজার ঘটনা মনে হলেও পরে কলটি রিসিভ করলে চোর বলেন, "রাতে আমি আপনার ফার্মেসিতে চুরি করেছি। প্রতিদিন প্রায় দুই লাখ টাকার বেচাকেনা করেন, কিন্তু ক্যাশ ড্রয়ারে মাত্র ৪০/৫০ হাজার টাকা রেখেছেন। টাকা কম রাখায় আমরা কয়েক বস্তা ঔষধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে দেখবেন, সব দেখতে পাবেন।"

এই কথা শুনে হরেন্দ্রনাথ সাহা দ্রুত দোকান খুলে দেখেন, সত্যিই ক্যাশ ড্রয়ার ভাঙা এবং দোকানের কিছু র‌্যাকে ঔষধের মালামাল খালি। মালিক জানান, চোরেরা ঈদের আগের দিন গভীর রাতে তার দোকানের পেছনের গ্রিল কেটে চুরি করেছে।

এরপর তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, "চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে