ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

৩৫ শতাংশ ডিভিডেন্ডের শেয়ার দাম সাড়ে ২৬ টাকা!

২০২৫ মার্চ ২৬ ১৬:০৬:৩৭
৩৫ শতাংশ ডিভিডেন্ডের শেয়ার দাম সাড়ে ২৬ টাকা!

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এরমধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস। কোম্পানিটির নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকিং খাতে অন্যতম একটি ভালো কোম্পানি।

তিন বছর পর কোম্পানিটি এবার সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবছর কোম্পানিটির মুনাফায়ও ইতিবাচক অগ্রগতি রয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর ছিল ৪ টাকা ৫১ পয়সা।

এর আগে ২০২০ সালে কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। যার মধ্যে ছিল ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস। এরপর ২০২১ সালে ২৫ শতাংশ (১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস), ২০২২ সালে ২৫ শতাংশ (১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস) এবং ২০২৩ সালে ২৫ শতাংশ (১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস) ডিভিডেন্ড দিয়েছিল।

ডিভিডেন্ড ঘোষণা আসার দিন মঙ্গলবার (২৫ মার্চ) কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ২৬ টাকা ৫০ পয়সায়। আগের দিন ক্লোজিং প্রাইস ছিল ২৬ টাকায়। তিন বছর পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা আসার খবরে শেয়ারটির দাম কোন রকমে বেড়েছে ৫০ পয়সা।

বিনিয়োগকারীরা বলছেন, যে সব কোম্পানি বছরের পর বছর ডিভিডেন্ড দিচ্ছে না, এমনকি বছরের পর বছর লোকসানে রয়েছে, সে সব কোম্পানির শেয়ার ২০০-৩০০ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। অথচ ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার ৩০ টাকাও পার হতে পারছে না।

তারা বলছেন, এর মূল কারণ হলো, বড় মূলধনী কোম্পানির শেয়ার। বড় কোম্পানির শেয়ার নিয়ে গ্যাম্বলিং করা যায় না। এছাড়া, ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কম। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তেমন একটা সক্রিয় নয়। এসব কারণে ব্যাংক খাতের শেয়ারের চাহিদা কম এবং দাম না বাড়ার প্রধানতম কারণ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে