ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

হঠাৎ দুই কোম্পানির রেকর্ড লেনদেন

২০২৫ মার্চ ২৬ ১৬:৩৬:২৯
হঠাৎ দুই কোম্পানির রেকর্ড লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই প্রতিষ্ঠানের রেকর্ড লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো-এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও লংকাবাংলা ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

মঙ্গলবার প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন হয়েছে ১ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৩২৮টি। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৩ মার্চ লেনদেন হয়েছিল ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৩৬৮টি ইউনিট।

এদিন ফান্ডটির ক্লোজিং প্রাইস হয়েছে ৪ টাকা ১০ পয়সা। আগের দিন ক্লোজিং প্রাইস ছিল ৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ এদিন ফান্ডটির দাম কমেছে ১০ পয়সা।

ফান্ডটি সর্বশেষ ২০২৩ সালে ইউনিট হোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

লংকাবাংলা ফাইন্যান্স

মঙ্গলবার কোম্পানিটির শেয়ার ৮৩ লাখ ৩৮ হাজার ৭১০টি। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে ২০২৩ সালের ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৬৭ লাখ ৬ লাখ ১৫ হাজার ১০১টি।

এদিন কোম্পানিটির শেয়ার ডিএসইতে সর্বোচ্চ দাম বৃদ্ধির তালিকায় ১০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে শীর্ষ স্থানে ওঠে এসেছে। এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় এটি তৃতীয় স্থানে ছিল।

সর্বশেষ ৩১ ডিসেম্বরম ২০২৩ সালের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের জন্য কোম্পানিটি এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে