ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

ইউটিউব ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

২০২৫ মার্চ ০৯ ২০:৪৮:০৭
ইউটিউব ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : ইউটিউব তার প্ল্যাটফর্মে মানহীন কনটেন্ট নিয়ে ভিডিও তৈরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিশেষ করে অনলাইন গ্যাম্বলিং কনটেন্টের বৃদ্ধি মোকাবেলা করতে, ইউটিউব এবার থেকে তার নিয়মাবলী আরও কড়া করবে।

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ৪ মার্চ এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে তারা বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যা মূলত গ্যাম্বলিং কনটেন্টের ওপর প্রযোজ্য হলেও, সমস্ত কনটেন্টের জন্য কিছু নতুন বিধিনিষেধ কার্যকর হবে। নতুন নিয়মের মধ্যে রয়েছে, ভিডিওতে কোনও ধরনের ইউআরএল বা লিংক রাখা যাবে না, ছবির মধ্যে লিংক এমবেড করা যাবে না এবং কোনও গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম বা লিংক উল্লেখ করা নিষিদ্ধ থাকবে। এমনকি গুগল অ্যাডসের সার্টিফিকেট বা ইউটিউবের অনুমোদন ছাড়া গ্যাম্বলিং ওয়েবসাইটের প্রচারণা করা যাবে না।

ইউটিউব আরও জানিয়েছে যে, যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে, সেগুলি একেবারে মুছে ফেলা হবে, এমনকি যদি গুগল অ্যাডসের অনুমোদন থাকে তাও। তবে, শুধু সেই গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে, যেগুলো স্থানীয় আইন মেনে চলে।

এছাড়াও, ইউটিউব জানিয়েছে যে, যেসব ভিডিওতে ক্যাসিনো সাইট বা অ্যাপসের লিঙ্ক থাকবে, সেগুলো ১৮ বছর বয়সের কম বয়সী দর্শকদের জন্য নিষিদ্ধ থাকবে এবং এজ-রেস্ট্রিকটেড হিসেবে চিহ্নিত করা হবে।

এভাবে ইউটিউব তার নিয়মগুলো আরও শক্তিশালী করতে চাচ্ছে, কারণ সম্প্রতি অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলোর প্রচারণা ব্যাপকভাবে বেড়ে গেছে।

আরিফ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে