ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ব্যবসায়ীদের জন্য আইন সহজ করুন, নইলে বিপদ

২০২৫ মার্চ ২৭ ১১:২৮:০৯
ব্যবসায়ীদের জন্য আইন সহজ করুন, নইলে বিপদ

নিজস্ব প্রতিবেদক : সোনালী লাইফ ইন্সুরেন্সের কোম্পানি পরিচালক শেখ মোহামদ সম্প্রতি একটি টকশোতে বক্তব্য রেখে ব্যবসায়ীদের জন্য আইনকে সহজ এবং স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেন, "যদি আমি কোনো ভুল করি, আমাকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হবে, এমন পরিস্থিতি হলে ব্যবসায়ীরা ব্যবসায় আসতে চায় না। তাই আইন সহজ করার পাশাপাশি তার কমিউনিকেশনও সহজ করতে হবে।"

টকশোতে শেখ মোহামদ আরও বলেন, প্রশাসনিক জটিলতার কারণে ব্যবসায়ীদের কাজ করতে সমস্যা হয়। তিনি জানান, "আমলাতন্ত্রের লোকেরা অত্যন্ত শিক্ষিত হলেও তাদের ভাষা সাধারণ ব্যবসায়ীরা বুঝতে পারেন না।" এর পাশাপাশি, শেখ মোহামদ ‘মহোদয়’ এবং ‘মাননীয়’ কালচারের বিষয়ে বলেছেন, "ব্যবসাকে বাঁচিয়ে রাখার স্বার্থে 'মহোদয়' বলতেই হয়, মনের মধ্যে যাই থাকুক না কেন।"

একই সময়ে, তিনি বলেছেন, "আমি যদি কোনো ভুল করি, আমাকে বিচার হতে হবে। কিন্তু যদি একজন প্রশাসনিক কর্মকর্তা ভুল করেন এবং তার কারণে দশজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।"

এছাড়া, তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নীতি-নির্ধারকদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ব্যবসা পরিচালনায় একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে যাতে সকলের জন্য ন্যায্য ব্যবস্থা নিশ্চিত করা যায়।

এ ধরনের বক্তব্যের মাধ্যমে শেখ মোহামদ ব্যবসায়ীদের জন্য সহায়ক ও সহজ পরিবেশ তৈরির উপর জোর দিয়েছেন।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে