ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদের ছুটির আগে সূচকে মিশ্র পরিবর্তন

২০২৫ মার্চ ২৭ ১১:১৭:৪২
ঈদের ছুটির আগে সূচকে মিশ্র পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ও শেয়ারবাজারের দীর্ঘ ছুটির আগে আজ, ২৭ মার্চ, বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজকের প্রথম ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৯১৫ পয়েন্টে নেমেছে।

এই সময়ের মধ্যে ডিএসইতে মোট ৮৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৬টি কোম্পানির শেয়ারদর।

এছাড়া, আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারের লেনদেন আবারও স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শুরু হবে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে